October 18, 2024

Latest Posts

হনুমান চালিসা – Hanuman Chalisa in Bangali Lyrics

হানুমান চালিসা একটি জনপ্রিয় হিন্দু স্তোত্র যা শ্রী হনুমানজীর মহিমা ও বীরত্বের কাহিনী বর্ণনা করে। এটি মূলত গোঁসাই তুলসীদাসজী রচিত একটি স্তোত্র, যা ৪০টি শ্লোকে বিভক্ত। হিন্দু ধর্মে, হানুমানজী ভগবান রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ও সকল বিঘ্ন বিনাশকারী হিসেবে পূজিত হন। হানুমান চালিসা পাঠ করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং ভক্তদের মধ্যে সাহস, শক্তি ও ভক্তির উদয় ঘটে।

Hanumaan Chalisa in Bangali Lyrics

দোহা
শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি।
বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি॥
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার।
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার॥

ধ্যানম্
গোষ্পদীকৃত বারাশিং মশকীকৃত রাক্ষসম্ ।
রামাযণ মহামালা রত্নং বংদে-(অ)নিলাত্মজম্ ॥
যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাংজলিম্ ।
ভাষ্পবারি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসাংতকম্ ॥

চৌপাঈ
জয হনুমান জ্ঞান গুণ সাগর।
জয কপীশ তিহু লোক উজাগর ॥1॥

রামদূত অতুলিত বলধামা।
অংজনি পুত্র পবনসুত নামা ॥2॥

মহাবীর বিক্রম বজরংগী।
কুমতি নিবার সুমতি কে সংগী ॥3॥

কংচন বরণ বিরাজ সুবেশা।
কানন কুংডল কুংচিত কেশা ॥4॥

হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ।
কাংথে মূংজ জনেবূ সাজৈ ॥5॥

শংকর সুবন কেসরী নংদন।
তেজ প্রতাপ মহাজগ বংদন ॥6॥

বিদ্যাবান গুণী অতি চাতুর।
রাম কাজ করিবে কো আতুর ॥7॥

প্রভু চরিত্র সুনিবে কো রসিযা।
রামলখন সীতা মন বসিযা ॥8॥

সূক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা।
বিকট রূপধরি লংক জলাবা ॥9॥

ভীম রূপধরি অসুর সংহারে।
রামচংদ্র কে কাজ সংবারে ॥10॥

লায সংজীবন লখন জিযাযে।
শ্রী রঘুবীর হরষি উরলাযে ॥11॥

রঘুপতি কীন্হী বহুত বডাযী।
তুম মম প্রিয ভরত সম ভাযী ॥12॥

সহস্র বদন তুম্হরো যশগাবৈ।
অস কহি শ্রীপতি কংঠ লগাবৈ ॥13॥

সনকাদিক ব্রহ্মাদি মুনীশা।
নারদ শারদ সহিত অহীশা ॥14॥

যম কুবের দিগপাল জহাং তে।
কবি কোবিদ কহি সকে কহাং তে ॥15॥

তুম উপকার সুগ্রীবহি কীন্হা।
রাম মিলায রাজপদ দীন্হা ॥16॥

তুম্হরো মংত্র বিভীষণ মানা।
লংকেশ্বর ভযে সব জগ জানা ॥17॥

যুগ সহস্র যোজন পর ভানূ।
লীল্যো তাহি মধুর ফল জানূ ॥18॥

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী।
জলধি লাংঘি গযে অচরজ নাহী ॥19॥

দুর্গম কাজ জগত কে জেতে।
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে ॥20॥

রাম দুআরে তুম রখবারে।
হোত ন আজ্ঞা বিনু পৈসারে ॥21॥

সব সুখ লহৈ তুম্হারী শরণা।
তুম রক্ষক কাহূ কো ডর না ॥22॥

আপন তেজ সম্হারো আপৈ।
তীনোং লোক হাংক তে কাংপৈ ॥23॥

ভূত পিশাচ নিকট নহি আবৈ।
মহবীর জব নাম সুনাবৈ ॥24॥

নাসৈ রোগ হরৈ সব পীরা।
জপত নিরংতর হনুমত বীরা ॥25॥

সংকট সে হনুমান ছুডাবৈ।
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ॥26॥

সব পর রাম তপস্বী রাজা।
তিনকে কাজ সকল তুম সাজা ॥27॥

ঔর মনোরধ জো কোযি লাবৈ।
তাসু অমিত জীবন ফল পাবৈ ॥28॥

চারো যুগ প্রতাপ তুম্হারা।
হৈ প্রসিদ্ধ জগত উজিযারা ॥29॥

সাধু সংত কে তুম রখবারে।
অসুর নিকংদন রাম দুলারে ॥30॥

অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা।
অস বর দীন্হ জানকী মাতা ॥31॥

রাম রসাযন তুম্হারে পাসা।
সদা রহো রঘুপতি কে দাসা ॥32॥

তুম্হরে ভজন রামকো পাবৈ।
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ॥33॥

অংত কাল রঘুপতি পুরজাযী।
জহাং জন্ম হরিভক্ত কহাযী ॥34॥

ঔর দেবতা চিত্ত ন ধরযী।
হনুমত সেযি সর্ব সুখ করযী ॥35॥

সংকট ক(হ)টৈ মিটৈ সব পীরা।
জো সুমিরৈ হনুমত বল বীরা ॥36॥

জৈ জৈ জৈ হনুমান গোসাযী।
কৃপা করহু গুরুদেব কী নাযী ॥37॥

জো শত বার পাঠ কর কোযী।
ছূটহি বংদি মহা সুখ হোযী ॥38॥

জো যহ পডৈ হনুমান চালীসা।
হোয সিদ্ধি সাখী গৌরীশা ॥39॥

তুলসীদাস সদা হরি চেরা।
কীজৈ নাথ হৃদয মহ ডেরা ॥40॥

দোহা
পবন তনয সংকট হরণ – মংগল মূরতি রূপ্।
রাম লখন সীতা সহিত – হৃদয বসহু সুরভূপ্॥
সিযাবর রামচংদ্রকী জয । পবনসুত হনুমানকী জয । বোলো ভাযী সব সংতনকী জয।

*****

আমরা বাংলা লিরিক্সে হনুমান চালিসা লিখেছি, তারপরও যদি আপনি এতে কোনো ধরনের ত্রুটি দেখতে পান তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন অথবা Swarn1508@gmail.com এ ইমেল করতে পারেন।

Latest Posts

spot_imgspot_img

Aarti

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.